
—ছবি মুক্ত প্রভাত
মাওলানা রঈস উদ্দিন হত্যার প্রতিবাদে নাসিরনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২ মে জুম্মা নামাজের পর নাসিরনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’ত।
শহীদ ইমরান চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনার চত্বরে সংগঠনটির সিনিয়র সহ সভাপতি পীরে কামেল তরিকত মাওলানা সৈয়দ সিরাজুল ইসলাম আল কাদেরীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মাওলানা কাজী আতাউর রহমান গিলমানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান উপদেষ্টা পীরে তরীকত মাওলানা মুফতি আলাউদ্দিন আহমাদ আল কাদেরী, পীরে তরীকত মাওলানা মুফতি মোস্তাক আহমেদ কাদেরী আল ওয়ায়েসী, ফান্দাউক দরবার শরীফের পীর সাহেব মাওলানা সৈয়দ আবুবকর সিদ্দিক আল কাদেরী, মাওলানা শেখ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আল কাদেরী, গোলাম মোহান্মদ খান, আব্দুল বাছির,মাওলানা মনছুর আহমদ, রমজান আলী, আবু জামাল, মাওলানা শেখ সায়েদুল হক, মাহমুদুল্লাহ আশরাফী, মো: যুবায়ের আহন্মেদ. জহিরুল ইসলাম, শাহজাহান মাষ্টার, ফুয়াদ পাঠান রাব্বী প্রমুখ।
বক্তারা জরুরী ভিত্তিতে রঈস উদ্দিন হত্যার সুষ্ট ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিচার এবং রাষ্টীয়ভাবে তার পরিবারের ভরন পোষনের দায়িত্বপালনের দাবী জানান।