
ব্রাহ্মণবাড়িয়ায় জেলার নাসিরনগর উপজেলায় লঙ্গণ নদীর তীরে বাধাঁ অবস্থায় এক নৌকার ধাক্কায় অন্য নৌকা ডুবে একই মায়ের দুই সন্তানের মধ্যে মোঃ জুমেল(৪) মারা গেছে অন্য শিশুকে সংকটাপন্ন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে,বাকীদের কে নাসিরনগরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছেন।নিহত শিশু উপজেলার গোয়ালনগরের রুহুল আমিনের ছেলে জুমেল।
জানা যায় ৭ জুন বিকাল ৫ ঘটিকায় নাসিরনগর বাজার গোডাউন ঘাট হতে গোয়ালনগরের উদ্যেশ্যে যাওয়ার প্রস্তুতিকালে অন্য একটি নৌকার ধাক্কায় যাত্রীবাহী নৌকাটি ডুবে এ ঘটনা ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়, বুধবার বিকালে নাসিরনগর নৌকা ঘাটে গোয়ালনগরে যাওয়ার জন্য যাত্রী ও মালামাল নিয়ে নৌকাটি অপেক্ষা করছিল। এমন অবস্থায় চাতলপাড় থেকে ছেড়ে আসা অন্য একটি নৌকা ঘাটে থাকা গোয়ালনগরগামী নৌকাটিকে ধাক্কায় এ দূরঘঠনা ঘটে
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। নৌকাটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লা সরকার বলেন, ঘটনাটি মর্মান্তিক। এ ঘটনায় আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।