
—ছবি সংগৃহিত
শেষই হয়েছিল তৃতীয় দিনের খেলা। তখন জিম্বাবুয়ের পড়েছে ৯ উইকেট। টায়াল করতে গেলেও প্রয়োজন ছিল ১০৬ রান। আর বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ১ উইকেট।
নির্ধারিত ওভারের পর সময় বাড়িয়েছিলেন আম্পায়াররা। বাড়তি সময়ের প্রথম ওভারে দ্বিতীয় বলেই রানআউট হয়ে ফিরে যান ভিনসেন্ট মাসেকেসা। মুমিনুল হকের থ্রো ভেঙে দেয় উইকেট।
সঙ্গে সঙ্গে উল্লাসে মাতোয়ারা মিরাজ তাইজুলরা। তিন দিনের মধ্যে বাংলাদেশের ইনিংস ব্যবধান ও ১০৬ রান। টেস্টে বাংলাদেশের এটি তৃতীয় ইনিংস ব্যবধানে জয়। ঘরের মাঠে টানা ৬ টেস্ট হারার পর বাংলাদেশের এটি ছিল প্রথম জয়।
এই টেস্টের আগে দেশের মাটিতে বাংলাদেশ সবশেষ টেস্ট জিতেছিল ২০২৩ সালে নিউজিল্যান্ডকে হারিয়ে।