
—ছবি মুক্ত প্রভাত
বগুড়ার ধুনট উপজেলা কুলি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পুরাতন কমিটি বিলপ্ত করে ৬ সদস্য বিশিষ্ট্য আংশিক নতুন কমিটি গঠন করা হয়েছে।
অত্র সংগঠনের আয়োজনে শনিবার বিকেল ৫টায় নতুন কমিটি গঠন উপলক্ষে ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমিটি গঠন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ধুনট পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছানোয়ার হোসেন। সভাপতিত্ব করেন ধুনট উপজেলা কুলি শ্রমিক ইউনিয়নের সাবেক কমিটির সদস্য আমজাদ হোসেন।
আলোচনা সভা শেষে সবার সর্বসম্মতিক্রমে ধুনট উপজেলা কুলি শ্রমিক ইউনিয়নের নতুন কমিটিতে আরিফ খানকে সভাপতি, মুনজিল হোসেনকে সহ-সভাপতি, মেহেদী হাসান হৃদয়কে সাধারণ সম্পাদক, মাসুদ রানাকে যুগ্ম সম্পাদক, কাজী শহিদুল আলম সাংঠনিক সম্পাাদক ও আমজাদ হোসনকে সহ সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, ধুনট উপজেলা কুলি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর জমিদার শাহজাহান আলী তার আলোচনার মধ্যেদিয়ে পুরাতন কমিটি বিলপ্ত ঘোষণা করেন।