
—ছবি মুক্ত প্রভাত
সিনিয়র লিডারশিপ টিমের চারজনকে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে ব্র্যাক ব্যাংক। এই পদোন্নতি ১ এপ্রিল ২০২৫ থেকে কার্যকর হয়েছে।
ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবংডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন।
ব্যাংকটিরহেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম এবংহেড অব অপারেশনস মো.মুনীরুজ্জামানমোল্যা ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি)পদে পদোন্নতি পেয়েছেন।
ব্র্যাক ব্যাংকের কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশনকে অল্প সময়ের মাঝে শক্তিশালী অবস্থানে রূপান্তরিত করে ব্যাংকিং খাতের লিডিং পর্যায়ে নিয়ে যাওয়ার পেছনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন তারেক রেফাত উল্লাহ খান।তাঁর দূরদর্শী নেতৃত্ব এবং কৌশলগত পরিকল্পনা এইবিজনেসে তিনগুণ প্রবৃদ্ধি এনে দেওয়ার পাশাপাশি পোর্টফোলিওর গুণগত মান বৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। টেকসই ডিজিটাল অপারেশনাল প্ল্যাটফর্ম তৈরি এবং হাই-পারফর্মিংপেশাদার টিম গঠনে তাঁর অবদান ব্যাংকিং খাতে নতুন মানদণ্ড স্থাপন করেছে। তারেক রেফাত উল্লাহ খান২০১৭ সালে ব্র্যাক ব্যাংকে হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে যোগদান করেন।
ব্র্যাক ব্যাংকে যোগদানের পূর্বে প্রায় তিন দশক ধরে তিনি ইস্টার্ন ব্যাংক, এবি ব্যাংক এবং আইএফআইসিব্যাংকে কাজ করেছেন। ব্যাংকিং ক্যারিয়ারে তাঁর এই দীর্ঘ পথচলা উদ্ভাবন, শুদ্ধাচার এবং ইমপ্যাক্টের এক পরিপূর্ণ সমন্বয়।
ব্যাংকিং সেক্টরে দুই দশকেরও বেশি সময় ধরেবহুমুখী কাজের সাথে জড়িত সৈয়দ আব্দুল মোমেন (তমাল) টেকনোলজি, অপারেশনস এবং বিজনেস ভার্টিক্যালে দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বিশেষ করে এসএমই ব্যাংকিংয়ের উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন। ২০১৭ সালের জুলাইতেব্র্যাক ব্যাংকের হেড অব এসএমই ব্যাংকিং হিসেবে দায়িত্ব গ্রহণের পরতিনি ব্যাংকটির এসএমই বিজনেসকে ব্যাংকিং খাতের শীর্ষ অবস্থানে নিয়েগেছেন। ব্র্যাক ব্যাংকে যোগদানের পূর্বেতিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এএনজেড গ্রিন্ডলেস ব্যাংক এবং ব্র্যাক আফগানিস্তান ব্যাংকে কর্মরত ছিলেন।
২৭ বছরেরও বেশি সময় ধরে নাজমুর রহিম এবি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং এএনজেড গ্রিন্ডলেসসহ বিভিন্ন শীর্ষ পর্যায়ের ব্যাংকের হেড অব কার্ড বিজনেস, হেড অব পোর্টফোলিও, ক্রেডিট কার্ডস এবং কনজ্যুমার ট্রানজ্যাকশন ব্যাংকিংসহ বহুমুখী নেতৃত্বস্থানীয় পদে কাজ করেছেন। তিনি ২০১৬ সালে ব্র্যাক ব্যাংকে যোগদান করেন। ব্র্যাক ব্যাংকে হেড অব অল্টারনেট ব্যাংকিং।