
—ছবি মুক্ত প্রভাত
দিনাজপুরের হাকিমপুরে সাদিয়া আক্তার (২৮) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৪ টায় হিলি বাসস্ট্যান্ড এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করা হয়। সে পাশ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের আব্দুস সালামের মেয়ে।
প্রতিবেশীরা জানান, ওই নারীর সাথে উপজেলার মাঠপাড়া নামক মহল্লার সাগর হোসেন নামের এক ছেলে সাথে বিয়ে হয়েছিল। প্রায় একমাস পূর্বে তার সাথে বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকে ওই বাসায় একাই ভাড়ায় থাকতেন।
তিনি প্রতিবেশী কারো সাথে তেমন মেলামেশা করতেননা। শুক্রবার ওই বাড়ি থেকে দূর্গন্ধ আসা শুরু হলে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়। এরপর পুলিশ এসে বাড়ির দরজা ভেঙ্গে ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেন।
হাকিমপুর (হিলি) থানা তদন্ত ওসি এসএম জাহাঙ্গীর আলম জানান, ওই নারী প্রায় একমাস পূর্বে হিলি বাসস্ট্যান্ড একাকায় শাকিল আহমেদ ওরফে টুলুর বাসা ভাড়া নিয়ে একই থাকতেন। শুক্রবার ওই নারীর বাসা থেকে দূগন্ধ আসলে প্রতিবেশীরা ডাকাডাকি শুরু করে।
এতে কোন সাড়াশব্দ না পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশের একটি টিম উপস্থিত হয়ে দরজা ভেঙ্গে ওই নারী ঝুলন্ত লাশ উদ্ধা করে। তিনি আরো জানান, লাশ থেকে পচা দূর্গন্ধ বের হচ্ছে। ধারণা করা হচ্ছে ৩/৪ দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ মাঠে কাছ করছে।