
—ছবি মুক্ত প্রভাত
ডাকাতির প্রস্তুতির কালে দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ ৭ ডাকাতকে প্রেপ্তার করেছে। বহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে হাকিমপুর-বিরামপুর সড়কের নওপাড়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
এসময় ডাকত দলের কাছে থাকা চাইনিচ কুড়াল, হাসুয়াসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে একাধিক দস্যুতা ও মাদকের মামলা রয়েছে। পরদিন শুক্রবার বিকেল ৪ টায় হাকিমপুর থানার তদন্ত ওসি এসএম জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেপ্তারকৃত ডাকারা হলেন, উপজেলার মুন্সিপাড়া মহল্লার আকবর হোসেনের ছেলে গোলাপ ওরফে দুখু (২৯), একই এলাকার ভুট্টু মুন্সির ছেলে সানি (২৩), মাধ্যবাসুদেবপুর মহল্লার সিরাজুল ইসলামের ছেলে সাজু (২৭), রাজধানী মোড় মহল্লার ইছার উদ্দিনের ছেলে আলম (৩২), একই মহল্লার বাবু মিয়া (২৫), মধ্যবাসুদেবপুর মহল্লার রহমত আলীর ছেলে জনি (২৮) ও একই এলাকার ইদুল হোসেনের ছেলে বাপ্পী (২৮)। এদের মধ্যে গোলপ হোসেন দুখুর বিরুদ্ধে চুরি, দস্যুতা ও মাদকের ১২ টি মামলা রয়েছে। অন্য ডাকাদের বিরুদ্ধে একাধিক দস্যুতা ও মাদকের মামলা রয়েছে।
হাকিমপুর থানা তদন্ত ওসি এসএম জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার গভীর রাতে হাকিমপুর-বিরামপুর সড়কের নওপাড়া নামক স্থানে একটি ডাকাত দল অস্ত্রশস্ত্র সহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদ আসে থানা পুলিশের কাছে। সংবাদের ভিত্তিতে তাঁর নের্তৃত্বে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৭ ডাকাতকে আটক করা হয়।