
—ছবি মুক্ত প্রভাত
দেশের বিভিন্ন অঞ্চরে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টির পর তাপমাত্রা আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। এই পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর নতুন বার্তা দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুটি বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ শুক্রবার (২৫এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া সাধারণ শুষ্ক থাকবে।
ওই পূর্বভাসে বলা হয়, এছাড়া রাজশাহী বিভাগ এবং টাঙ্গাইল, মানিকগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদ্যু থেকে মাঝারি ধরেণর তাপপ্রবাহ বয়ে যাছে। যা আগামী দিনে অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিতন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলেও জানিয়েছে আবহওয়া অধিদপ্তর।