
ছবিঃ লেখকের।
শূন্যতার নির্জন প্রান্তরে,
তোমার ভালোবাসা হোক এক ফোটা বৃষ্টি—
যা আমার মরুভূমি হৃদয়টাকে জীবন দেবে,
আর ভেসে যাবে ব্যথা, জেগে উঠবে চিরন্তন ইশারার দৃষ্টি।
অন্তরালের আঁধারে তুমি হও এক টুকরো আলো,
যেখানে স্বপ্নেরা মুখ তুলে চায় তোমার ছায়া,
তোমার স্পর্শে জমে থাকা সব নিঃশব্দ হাহাকার
রূপ নেয় নরম এক ভালোবাসার মায়া।
অভিমানের অরণ্যে হারিয়ে ছিল যে পথ,
তুমি এসে তার বুকেই ফুটিয়ে দাও প্রেমফুল,
তোমার একটুখানি হাসিতে আমার মন,
পাই যেন এক অনন্ত সাহসের কূল।
তোমার চোখে দেখি এক অদেখা গহীন গল্প,
যেখানে আমি আছি, তুমি আছো, আর আছে অপেক্ষা,
তুমি এক ছায়া, এক আশ্বাস, এক নির্মল বৃষ্টি,
যা প্রতিক্ষণের তৃষ্ণায় হয়ে ওঠে চিরন্তন ভালোবাসার সৃষ্টি।
মুক্ত / সোহাগ আরেফিন