
—ছবি সংগৃহিত
অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতমন্ত্রী পলকের বিরুদ্ধে। তিনি নাটোর-৩ সিংড়া আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। বুধবার রাতে নাটোরের সিংড়া থানায় মামলাটি দায়ের করেন সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত প্রদান করা সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে লাইসেন্স করা অস্ত্রগুলো সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়।
কিন্তু জুনাইদ আহম্মেদ পলক নিজের হেফাজতে থাকা একটি পিস্তল ও একটি শটগান সিংড়া থানায় জমা দেননি। সরকারের নির্দেশনা অমান্য করে আগ্নেয়াস্ত্র নিজ হেফাজতে রাখার অভিযোগে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
সিংড়া থানার ওসি বলেন, নাটোর জেলা থেকে একটি পিস্তল ও একটি শটগানের লাইসেন্স নিয়েছিলেন সাবেক প্রতিমন্ত্রী পলক। কিন্তু পলক সরকারি নির্দেশনা অমান্য করেছেন। সরকারি নির্দেশনা মোতাবেক অস্ত্র দুটি নির্ধারিত সময়ের মধ্যে তার নিজ এলাকা সিংড়া থানায় জমা দিতে বাধ্য ছিলেন। কিন্তু সেই নির্দেশনা মানেনি ওই ব্যক্তি। বর্তমানে পলকের কাছে থাকা দুটি অস্ত্র আইনগতভাবে অবৈধ বলে বিবেচিত হচ্ছে। ফলে জুনাইদ আহম্মেদ পলকের নামে অস্ত্র আইনে সিংড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সূত্র বলছে, সাবেক প্রতিমন্ত্রী পলক ২০২৪ সালের আগস্টে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে বর্তমানে ঢাকার কেন্দ্রীয় কারাগারে আছেন। তার বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যা ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের ষড়যন্ত্রে জতি থাকার অভিযোগে অন্তত ৭টি মামলা হয়েছে।