
—ছবি সংগৃহিত
প্রথম ইনিংসে জিম্বাবুয়ের বিপক্ষে একটি উইকেটও পাননি তাইজুল ইসলাম। তবে শেষ উইকেট পতনে অবদান রেখেছেন ক্যাচ ধরে। মিরাজের বলে ক্যাচ তুলেছিলেন নিয়াউচি, তাইজুলের ক্যাচে থেমেছে জিম্বাবুয়ের প্রথম ইনিংস।
২৭৩ রান করেছে জিম্বাবুয়ে। বাংলাদেশের চেয়ে লিড নিয়েছে ৮২ রানের। জিম্বাবুয়ের শেষ উইকেট নেওয়া মিরাজ ইনিংস শেষ করেছেন ৫২ রান দিয়ে ৫ উইকেট নিয়ে।
২০২২ সালের ডিসেম্বরের পর এই প্রথম দেশের মাটিতে ৫ উইকেট নিলেন মিরাজ।
এর আগে ম্যাচে ফিরতে হলে দিনের শুরুটা ভালো করতে হতো। ক্রিকেটে যেকোনো সময় ভালো কিছু হতে পারে। সেই বিশ্বাস নিয়েই হয়তো বোলিং করছেন নাহিদ রানারা। হলোও তাই।
তবে নাহিদ রানার কল্যাণে আপাতত শুরুটা ভালোই হলো। দিনের তৃতীয় ওভারে বেন কারেনকে ফিরিয়েছেন এই পেসার। তার বাউন্সারে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফিরেছেন কারেন। করেছেন ৫৫ বলে ১৮ রান। সবশেষ প্রথম সেশনে বাংলাদেশ ৪ উইকেট ফেলেছে জিম্বাবুয়ের। উইকেট হারিয়ে ১৪১ রান নিয়ে ব্যাট করছে জিম্বাবুয়ে।
এর আগে বাংলাদেশে দলের অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়ে। তাই এই দলের সঙ্গে খেলতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন টাইগাররা। সেই প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নেমেছে নাজমুল হোসেন শান্তর দল।
সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন গাইগাররা। অধিনয়াক নাজমুল হোসেন শান্ত।
১৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৫ রান নিয়ে ব্যাট করছেন মুমিনুল হক ও অধিয়নাক শান্ত। নিয়মিত আসা যাওয়া করতে করতে বাংলাদেশের মোট সংগ্রহ দাঁড়ায় ১৯১ রান।