
—ছবি মুক্ত প্রভাত
যদি নিজেকে পোড়াতেই হয়, তবে সূর্যের মতো দীপ্ত হও
নিজেকে পুড়িয়ে আলোকিত করো পৃথিবীর একোন থেকে ওকোন
কেবল হতাশার আবর্তে নিজেকে বিলীন করোনা....
নিশ্চয়ই প্রতিটি শেষের পর একটা নতুন শুরু তোমার নিকটে বিদ্যমান
সেই শুরুই তোমার অপূর্ণতাকে পূর্ণ করবে—
ধুয়ে দেবে সব হতাশা, অপ্রাপ্তি আর গ্লানি...।