
—ছবি মুক্ত প্রভাত
একটা সময় ছিল, যখন বাংলাদেশ-জিম্বাবুয়ের লড়াই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এখন আগের মতো সেই যৌলুশ নেই জিম্বাবুয়ের। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত পরশু ঢাকায় এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
ক্রেইগ আরভিনের নেতৃত্বাধীন দলটি গতাকাল সকালে গেছে সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রথম টেস্ট শুরু হবে রোববার। এই ম্যাচ স্টেডিয়ামে বসে দেখা যাবে মাত্র ৫০ টাকায়।
শহীদ তুরাব স্ট্যান্ড, ইস্টার্ন গ্যালারি তিন নম্বর গেট ও গ্রিন হিল এরিয়ায় বসে খেলা দেখা যাবে সর্বনিম্ন ৫০ টাকায়। সর্বোচ্চ ৫০০ টাকায় টিকিটের দাম ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের।
এ ছাড়া ক্লাব হাউস ২৫০, ইস্টার্ন গ্যালারির টিকিট ২ নম্বর গেটে পাওয়া যাবে ১৫০ টাকায়।
ম্যাচের আগের দিন শুক্রবার সকাল ১০ টা থেকে টিকিট পাওয়া যাবে স্টেডিয়ামের সামনের কাউন্টারে। রোবার থেকে মধুমতি ব্যাংকের আম্বরখানা ব্রাঞ্চে দেওয়া হবে টিকিট।
জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ সামনে রেখে গত সোমবার পুরোদমে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। আজও প্রায় ঘন্টা তিনেক রুদ্ধদ্বার অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন নাজমুল, মুশফিক-নাহিদরা।
সফরকারী জিম্বাবুয়ে অনুশীলন শুরু করেছে গতকাল। তবে জিম্বাবুইয়ানদের অনুশীলনে ছিল বৃষ্টির বাধা।
২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইল লেফটেন্যিান্ট মতিউর রহমান কি্রেকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।