
—ছবি মুক্ত প্রভাত
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তরুণ প্রজন্মের ভূমিকা তুলে ধরে টেকসই পরিবেশ তৈরির চেষ্টায় স্টুডেন্টস্ ফর লিবার্টি বাংলাদেশ (এসএফএল)-এর তত্ত্বাবধানে একযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) 'ওয়াক ফর লিবার্টি এন্ড প্ল্যান্ট ফর ফিউচার' শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১৫ এপ্রিল (মঙ্গলবার) বিকাল ৪টায় একই সময়ে চার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 'ওয়াক ফর লিবার্টি' শিরোনামে নিজ নিজ ক্যাম্পাসের প্রধান সড়ক ও একাডেমিক ভবনগুলোর সামনে পদযাত্রা করে। পদযাত্রা শেষে তারা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণ করেন।
এসএফএল-এর পক্ষ থেকে জানানো হয়, ব্যক্তিগত স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের সচেতন করাই এই পদযাত্রার মূল উদ্দেশ্য। বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে শিক্ষাঙ্গনে রাজনৈতিক ও সামাজিক সক্রিয়তা কখনো কখনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়, সেখানে স্বাধীন চিন্তা ও সম্মিলিত উদ্যোগের গুরুত্ব অপরিসীম।
আয়োজকদের পক্ষ থেকে আরো জানানো হয়, 'ওয়াক ফর লিবার্টি অ্যান্ড প্ল্যান্ট ফর ফিউচার' শুধু একটি ইভেন্ট নয়। এটি তরুণ প্রজন্মের কাছে একটি ঘোষণা: স্বাধীন চিন্তা, সহযোগিতা এবং প্রকৃতির প্রতি দায়বদ্ধতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এসএফএল'র এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের বিকাশ ও সমাজ পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করা।
এসএফএল'র সিনিয়র লোকাল কো-অর্ডিনেটর মো. মোরশেদ খন্দকার বলেন, স্বাধীনতা মানে শুধু ব্যক্তিগত স্বাতন্ত্র্য নয়, এটি সমাজের সমষ্টিগত উন্নয়নের ভিত্তি। এই পদযাত্রার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে সংলাপ ও সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে চাই।
উল্লেখ্য, এসএফএল'র 'ওয়াক ফর লিবার্টি এন্ড প্ল্যান্ট ফর ফিউচার' কর্মসূচিতে চারটি বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।