
—ছবি সংগৃহিত
শুরুর দিকে সাইড বেঞ্চে বসে দলের হার দেখতে হয়েছে। তবে পরে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। দলের একাদশে জায়গা পেয়েছেন। প্রথম ম্যাচেই তিনি উইকেট নিয়েছে দলকে জিতিয়েছেন।
গত ম্যাচে রিশাদ যখন ফিল্ডিং করছিলেন, কখন টিভি ক্যামেরা রিশাদের দিকে। পর্দায় যখন রিশাদকে দেখা যাচ্ছে ঠিক সেসময় ধারাভাষ্যকার কিংবদন্তি ওয়াসিম আকরাম ঠিক সেই মুর্হুতে বললেন, ‘এই ছেলেটাকে আমার কাছে বাংলাদেশের ভবিষ্যৎ মনে হচ্ছে।’
রিশাদের লেগ ব্রেক আর গুগলিরও প্রশসংসা করে গেলেন আকরাম। রিশাদের এই প্রশংসায় আকরাম এমনি এমনি মঝেননি। ততক্ষণে রিশাদ দ্বিতীয় বারের মতো ৩ উইকেট শিকার করে ফেলেছেন।
গত রোবারও ৩ উইকেট নিয়ে পিএসএলে নিজের অভিষেক ম্যাচটা রাঙিয়েছিলেন রিশাদা হোসেন। তার দল লাহোর কালান্দার্স সেদিন কোয়েটা গ্ল্যাডিয়েটার্সকে হারিয়েছিল ৭৯ রানে।
বাংলাদেশের এই লেগ স্পিন অলরাউন্ডার মঙ্গলবার রাতে ৩ ইউকেট নিলেন আগের ম্যাচের চেয়ে কম সময়ে। মাত্র ১১ বলে ৩টি উইকেট তুলে নেন। তাতে পিএসএল ক্লাসিকো হিসেবে পরিচিত লড়াইয়ে করাচি কিংসকে ৬৫ রানে হারিয়ে দিল লাহোর।
দুই ম্যাচে ৬টি উইকেট নিয়ে রিশাদ হোসেন যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে তালিকার শীর্ষে রয়েছেন।