
—ছবি সংগৃহিত
বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে দারুণ ব্যাটিং ঝলক দেখিয়েই চলেছেন অধিনায়ক নিগার সুলতানা। ১০১ রানের পর ৫১। সবশেষ আজ অপরাজিত ৮৩ রান। যেমন ঝলক দেখাচ্ছেন নিগার—তেমনি বাংলাদেশও জয়ের পর জয় দেখছে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ নিগারের আগে ফিফটি করেছিলেন ফারজানা হক ও শারমিন আক্তার। তাতে বাংলাদেশ নারী দল ৬ উইকেট হারিয়ে তুলেছিল ২৭৬ রান। যা তাদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ।
বাংলাদেশের বোলিং শক্তিমত্তা বিবেচনায় এই রান তাড়া করে জিততে হলে স্কটল্যান্ড নারী দলকে অভাবনীয় কিছু করতে হতো। কিন্তু বল হাতে নাহিদা আক্তার, রাবেয়া খান, জান্নাতুল ফেরদৌসরা নিজেদের কাজ ঠিকঠাকভাবে করায় লক্ষ্যের ধারের কাছেও যেতে পারল না স্কিটিশ মেয়েরা।
তাদের ৯ উইকেট হারিয়ে থামতে হলো ২৪২ রানে। ৩৪ রানে অনায়স জয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার আরও কাছে পৌঁছে গেল বাংলাদেশ দল।
মেয়েদের বিশ্বকাপ বাছাইয়ে এটি বাংলাদেশের টানা তৃতীয় জয়। গত বৃহস্পতিবার প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়েছে নিগারের দল। যা নিজেদের ওয়ানডে ইতিহাসে রানের হিসেবে সবয়েছে বড় জয়।
নিগারের সেঞ্চুরিতে সেই ম্যাচেই নিজেদের দলীয় সর্বোচ্চ ২৭১ রান করেছিল বাংলাদেশ।