
—ছবি মুক্ত প্রভাত
গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা পাইলট বালক উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করে নকলের অভিযোগে ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত পরীক্ষায় ১০১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১ জন অনুপস্থিত ছিলেন এবং ৩ জনকে বহিষ্কার করা হয়।
পরীক্ষা চলাকালীন সময়ে অভিযুক্ত পরীক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ফোনে নকল করার প্রমাণ পাওয়ার পর কেন্দ্র কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাদের বহিষ্কার করে এবং জব্দ করে ৩টি মোবাইল ফোন।
ঘটনার পর বহিষ্কৃত শিক্ষার্থীদের অভিভাবক ও স্বজনরা কেন্দ্র সচিব ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশাহ আলম দ্রুত কেন্দ্র পরিদর্শন করেন এবং শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।
এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রের নিরাপত্তা জোরদার করার আশ্বাস দেওয়া হয়েছে।