
বাগাতিপাড়া (নাটোর): সাংসদের ভাইয়ের পুকুরে পেতে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে যুবকের মৃত্যু।-ছবি মুক্ত প্রভাত
পুকুরের পানিতে পেতে রাখা বৈদ্যুতিক জিআই তারে জড়িয়ে মিরাজ হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার নাটোরের বাগাতিপাড়ার স্যানালপাড়া (মধ্যপাড়া) গ্রামে ওই মৃত্যুর ঘটনাটি ঘটেছে। নিহত মিরাজ ওই গ্রামের রাফিক হোসেনের ছেলে।
আজ শনিবার (৩জুন) দুপুর ২টার দিকে জাহাঙ্গির আলম নামের এক ব্যক্তির পুকুরে মিরাজ বিদ্যুৎপৃষ্ট হন। পুকুর মালিক জাহাঙ্গির আলম নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুলের সহধর। তিনি একই গ্রামের মৃত আজিজুল সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাংসদ বকুলের সহধর জাহাঙ্গীর তার পুকুরে জিআই তারের মাধ্যমে বিদুৎ দিয়ে রেখেছেন। ওই তারের মাধ্যমে সবসময়ই বিদ্যুৎ প্রবাহিত হয়।
বাগাতিপাড়া (নাটোর): পুকুরে পেতে রাখা হয়েছে বৈদ্যুতিক তার।-ছবি মুক্ত প্রভাত
পুকুরের পাড়ে কাস্তি দিয়ে ঘাস কাঁটার সময় তারে আটকে বিদ্যুত্যায়িত হয়ে যান মিরাজ। কাস্তির লোহার অংশে তার হাঁত থাকায় মিরাজের শরীরে বিদ্যুৎ স্পর্শ হয়ে পড়েন।
এসময় মিরাজ কাঁপছিলেন। স্থানীয় চায়না বেগম নামের এক নারী বৈদ্যুতিক সুইচ বন্ধ করে এলাকাবাসীর সহায়তায় মিরাজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক মিরাজকে মৃত্যু ঘোষণা করেন।
পুকুর মালিক জাহাঙ্গিরের বাই বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সে যদি দোষি হয় তবে তার জন্য শাস্তি পাবে’ ভাই বলে অন্যায় করে বাঁচার সুযোগ নাই, বলে দাবি করেন তিনি।
বাগাতিপাড়া (নাটোর): নিহতের স্বজনদের আহাজারি।-ছবি মুক্ত প্রভাত
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি বাগাতিপাড়া সাব জোনের এ জি এম মুনজুর রহমান বলেন,পুকুরে এই অবৈধ্য সংযোগ নেওয়ার জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন এবং অভিযোগ পেলে ব্যবস্থা নিবেন বলে ,নিশ্চিত করেন বাগাতিপাড়া মডেল থানার ও.সি (তদন্ত) শফিকুল ইসলাম।