
—ছবি সংগৃহিত
২৩৬ রানের একটা বড় লক্ষ্য ভেদ করে বাংলাদেশ জিতেছে। আজকের জয়ে রিতু মনির নামটা আপানাকে মনে রাখতেই হবে। ১৯৩ রানে ৬ উইকেট হারিয়ে খাদের কিনারায় বাংলাদেশ দল। আইরিশরাও স্বপ্ন বুনতে শুরু করেছে ৯ বছর পর বাংলাদেশের সাথে ওয়ানডেতে জয়ের।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিশ্বপাক বাছাইপর্বের ম্যাচে এরপর রূপকথার গল্প লিখলেন বাংলাদেশের মিডলঅর্ডার ব্যাটার। ৬১ বলে ৬৭ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেই ৮ বল ও ২ উইকেট হাতে রেখে বাংলাদেশকে অবিশ্বাস্য এক জয় এনে দিলেন রিতু। আর জয়সূচক রানটা ছক্কা মেরেই নিয়ে জয়টাকে আরেকটু বেশি রাঙালেন রিতু।
সেই রিতু, বাংলাদেশের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে খেলা ১২১ ম্যাচে ব্যাট হাতে যার কোনো ৪০ রানের ইনিংসও ছিল না। সেই রিতু যাকে ছাড়াই গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডেজে গিয়ে সিরিজ হেরে সরাসরি বিশ্বপাকে জায়গা পাওয়ার সুযোগ হারিয়েছিল বাংলাদেশ।
সেই রিতুর ব্যাটে ভর করেই প্রত্যাবর্তনের গল্প লিখে অবিশ্বাস্য জয় পেল বাংলাদেশ। আর টানা দুই জয়ে বিশ্বকাপ স্বপ্নটা আরও উজ্জল হয়েছে বাংলাদেশের মেয়েদের। ছয় দলের বাছাইপর্ব, লিগ পদ্ধতির টুর্নামেন্টের শীর্ষ দুই দল পাবে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিট।
বাংলাদেশ এরপর মঙ্গলবার স্কটল্যান্ড, বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ ও শনিবার পাকিস্তানের বিপক্ষে খেলবে।