
—ছবি সংগৃহিত
জিম্বাবুয়ে খুব চেনা প্রতিপক্ষ বাংলাদেশর। সামনেই দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজে পুরনো সেই চেনা প্রতিপক্ষের বিরুদ্ধে কেমন করবে বাংলাদেশ দল? এই প্রশ্নটা ক্রিকেটাঙ্গে ঘুড়ে বেড়ালেও উত্তরটা মিলবে সময়মতো।
তবে অনেকেই মনে করছেন সিরিজটি বাংলাদেশের জন্য সহজ হতে যাচ্ছে। আর এই ভাবনাতেই আপত্তি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর।
তিনি এখন ব্যস্ত সময় পার করছেন ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে। আবাহনী মোহামেডানের খেলা নিয়ে সংবাদ সম্মেলন করতে এসে তুললেন জিম্বাবুয়ে সিরিজের কথা।
কথার এক ফাঁকে তিনি অনুরোধ করেছেন, জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচকে যেন অন্য দলগুলোর তুলনায় কম গুরুত্বপূর্ণ মনে করা না হয়।
নাজমুল হোসেন বরেন, ‘আমরা যেন ভাগাভাগি না করি যে, জিম্বাবুয়ে বা অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা... প্রতিটি ম্যাচকে যেন একটি আন্তর্জাতিক ম্যাচ হিসেবে চিন্তা করি।’