
-ছবি মুক্ত প্রভাত
উল্লাপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী সেলিম রেজা (৪৮) হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার রাতে মারা গেছেন (ইন্নালিল্লাহী.. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ বহু স্বজন রেখে গেছেন।
বুধবার রাতে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হলে তাকে প্রথমে উল্লাপাড়া আমার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে রাতেই তিনি মারা যান।
বৃহস্পতিবার বাদ জোহর তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচির তেয়াশিয়ায় জানাযা শেষে দাফন করা হয়। উল্লাপাড়া সেলিম রেজা একজন ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে উল্লাপাড়া বাজার বণিক সমিতি শোক প্রকাশ করেছে।