
—ছবি মুক্ত প্রভাত
তোমার অবয়বজুড়ে বারুদের গন্ধ
দৃষ্টির আঙ্গিনায় চাঁদের মায়াবীনি রশ্মি
তুমি কখনো কখনো সূর্যের মতো তপ্ত
কখনো বা পাথরের ন্যায় দিপ্ত
আবার কখনো তুমি শব্দের চেয়ে দ্রুতগামী
তোমার অন্তর-আত্মা সাগরের মতো গভীর, আকাশের মতো অসীম
কখনো তুমি অগ্নিশিখায় গলিত মোম
কখনো আবার বজ্রের ঝলকানি।
তুমি তো আত্মশক্তিতে বলীয়ান
তোমার তুমিকে রুখবে এমন তীর্যক চাওনি কার।—এটাই আমি
—সাবরিনা আক্তার তন্দ্রা