
—ছবি মুক্ত প্রভাত
বিএনপি নেতার বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতা রুবেল উদ্দিনকে থানা থেকে ছিনিয়ে নিয়েছেন তার অনুসাসীরা। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নাটোরের লালপুর থানায় এই ঘটনা ঘটে। রুবেল নাটোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি উপজেলার গৌরীপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত বছরের ১৬ ডিসেম্বর উপজেলার এক বিএনপি নেতার বাড়িতে গুলি বর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে ছাত্রদল নেতা রুবেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। গ্রেপ্তারের খবর পেয়ে ছাত্রদল-যুবদলের অন্তত ৫০জন নেতাকর্মী থানায় উপস্থিত হয়ে রুবেলকে ছেড়ে দিতে চাপ দেন পুলিশকে। ওই প্রস্তাবে রাজি হয়নি পুলিশ। পরে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা থানায় হট্টগোল শুরু করেন। এক পর্যায়ে রুবেলকে থানা থেকে ছিনিয়ে নিয়ে যান তার অনুসারীরা।
ছাত্রদল নেতাকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার বিষয়ে ব্যস্ততা দেখিয়ে বক্তব্য দেননি লালপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হক।
নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, ‘নারীসহ কিছু লোক পুলিশের ওপর চড়াও হয়ে আসামি ছিনিয়ে নিয়ে গেছেন। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
তবে থানা থেকে ছাত্রদল নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় লালপুর উপজেলা ও নাটোর জেলা ছাত্রদল-যুবদলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।