
—ছবি সংগৃহিত
বাটলারের অধীনে অনুশীলন করবেন বলে গতকাল নিশ্চিত করেছিলেন কয়েকজন বিদ্রোহী ফুটবলার। তারা বলেন, ‘অনেক দিন পর আমরা অনুশীলন করতে যাচ্ছি।’
দ্বন্দ্ব নিরসনে চল্লিশ মিনিটের রুদ্ধদ্ধার বৈঠক। বৈঠকে নারী ফুটবল দলের ১৩ খেলোয়ারের সঙ্গে আলোচনায় ছিলেন নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার।
কোচের সঙ্গে দ্বন্দ্বে আন্দোলন করেছিলেন সাবিনা খাতুনসহ ১৮ খেলোয়াড়। দুই পক্ষের সমঝোতা বৈঠকেও ছড়িয়েছে উত্তেজনা। এক পক্ষ দোষারোপ করেছেন অন্য পক্ষকে।
নানা ইস্যুতে বাগবিতণ্ডার পর শান্তির পতাকা ওড়ান কোচ বাটলার। শিষ্যদের উদ্দেশে ৫ মিনিটের সমাপনী বক্তৃততায় সব ভুলে যাওয়ার আহ্বান জানান তিনি।
কোচের আহ্ববানে সাড়া দিয়ে বিদ্রোহীরা যোগ দিয়েছেন অনুশীলনে।
এর মধ্য দিয়ে দীর্ঘ ৬৮ দিন পর দেশের নারী ফুটবলে বিদ্রোহের অবসান হলো। গতকাল জিম সেশনের পর আজ সকাল ছয়টায় ধানমন্ডির আবাহনী লিমিটেডের মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
ওই অনুশীলনে কোচের সঙ্গে বিদ্রোহে জড়ানো বেশিরভাগ ফুটবলার-ই উপস্থিত ছিলেন।