
—ছবি মুক্ত প্রভাত
ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের নিজস্ব ফুল গাছের ফুল দিয়ে ঈদের পরে প্রথম কার্যদিবসে সেবাগ্রহিতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীরা।
রবিবার, ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে দেখা যায় উপ-সহকারী পরিচালক প্রবীর বড়ুয়া, সুপারিনটেনডেন্ট মো: ইব্রাহিম খলিল,রেকর্ড কীপার
মোঃ কবির হোসেনকে সহ অফিসের দায়িত্বরত কর্মকর্তা, কর্মচারিদের।
ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের রেকর্ড কিপার কোবির হোসেন, জানান নতুন বাংলাদেশের প্রথম ঈদ আমরা আমাদের নিজস্ব বাগানের ফুল দিয়ে সেবা গ্রহিতাদের ঈদ শুভেচ্ছা জানাচ্ছি।
পাসপোর্ট আবেদন করতে আসা মিরাজ হোসেন বলেন, পাসপোর্ট করতে আসার আগে পাসপোর্ট সম্পর্কে অনেক কথা শুনেছি কিন্তু আজ যা দেখলাম পুরোটাই ভিন্ন। পাসপোর্ট অফিস আমার কাগজ যাচাই বাছাই করে ছবি ও হাতের ছাপ দেয়ার জন্য রুম দেখিয়ে দিলেন এবং ঈদের শুভেচ্ছা জানালেন এ যেন নতুন বাংলাদেশের সফলতা ও ভিন্নতা।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিরি থেকে আসা কাজল জনানা, আমি সকালে এসেছি তারা আমার কাগজ যাচাই বাছাই করেছে এবং ফুল দিয়ে ঈদ শুভেচ্ছা জানিয়েছে।