
—ছবি সংগৃহিত
লক্ষ্যটা ছিল খুবই সীমিত—৮৯। বিকেএসপির তিন নম্বর মাঠে সেই লক্ষ্যটা তাড়া করতে নামেন পারভেজ হোসেনরা। আবাহনীর হয়ে ওপেন করতে নেমে যেন তর সইলনা পারভেজ হোসেনের।
নেমেই ঝোড়ো ব্যাটিং করেছেন তিনি। তার বিস্ফোরক ব্যাটিংয়ে ৬.৪ ওভারেই শাইনপুকুরের বিপক্ষে আবাহনীকে ১০ উইকেটের জয় এনে দিলেন।
নবম ম্যাচে আবাহনী যখন অষ্টম জয়টি পেল, তখন ২৩ বলে ৬১ রানে অপরাজিত পারভেজ। জাতীয় দলের ওপেনার একটি রেকর্ড সঙ্গে নিয়ে ফিরেছেন ড্রেসিংরুমে।
লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের দ্রুততম ফিফটির রেকর্ড।
পারভেজ ১৫ বলেই ফিফটি ছুঁয়েছেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের মতো বাংলাদেশেও লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে যা যৌথভাবে চতুর্থ দ্রুততম ফিফটিও।
লিস্ট ‘এ’ তে বাংলাদেশ ও বাংলাদেশের ব্যাটসম্যানদের আগের দ্রুততম ফিফটি চিল ১৮ বলে।
২০১৪ এশিয়া কাপে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ১৮ বলে ফিফট পেয়েছিলেন পাকিস্তানের শহীদ আফ্রিদি।