
—ছবি মুক্ত প্রভাত
দুটি বাচ্চাকে ঘিরে বাসা থেকে নড়ছে না মা-বাবা। আগের বার বাচ্চা দুটো চুরি হওয়ায় ভয় এসেছে। তাই বাসায় পাহাড়ায় আছে। কয়েকটি কাক ওদের বিরক্ত করচিল।
মূলত পাখিগুলো যে মাছ নিয়ে আসে, তা খাওয়ার জন্যই কাকগুলো সারাক্ষণ বিরক্ত করে। বাবা-মা যেকোনো একজন সব সময় বাসায় থাকে তা প্রতিহত করতে।
কুড়া ইগল একটি পরিযায়ী ইগল। মূলত শীতে এই ইগলগুলো আমাদের দেশে আসে মঙ্গোলিয়া ও তিব্বত অঞ্চল থেকে। এই পাখি হাওর এলাকায় প্রায় ৬-৭ মাস অবস্থান করে। বাচ্চা বড় হলে তাদের নিয়ে আবার ফিরে যায় মঙ্গোলিয়ায়।
এ যাত্রা শেষ করতে তাদের প্রায় ৩০ দিন সময় লাগে। এ সময় পাখিগুলো ২ হাজার ৮০০ কিলোমিটার ভ্রমণ করে।