
—ছবি সংগৃহিত
নিউজিল্যান্ড সিরিজে এখন পর্যন্ত বিবর্ণ এক পাকিস্তানের দেখা মিলেছে। টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হেরেছে পাকিস্তান।
এর পর এক ম্যাচ বকি থাকতে তিন ম্যাচের ওয়ানযে সিরিজটাও হেরেছে ২-০ ব্যবধানে।
নিউজিল্যান্ড সফরে বিবর্ণ এই পাকিস্তানকে দেখে খুবই হতাশ দেশটির সাবেক ক্রিক্রেটার বাসিত আলী।
গতকাল দ্বিতীয় ওয়ানডেতে হারার পর বাসিত আলী ব্যাটসম্যানদের দিকে সমালোচনার তোপ দেগেছেন। বিশেষ করে উল্লেখ করেছেন চাপের মুখে ব্যাটসম্যানদের ভেঙে পড়ার বিষয়টি।