
—ছবি সংগৃহিত
১১ জনের খেলা ক্রিকেটে ১২ নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত ১৩ রান।
হ্যামিল্টনে ২ এপ্রিল নতুন বিশ্ব রেকর্ডই গড়ে ফেললেন পাকিস্তনের সুফিয়ান মুকিম। কী রেকর্ড? আন্তর্জাতিক ক্রিকেটে ১২ নম্বরে ব্যাট করে সর্বোচ্চ রান করার রেকর্ড।
এখন প্রশ্ন করতে পারেন, আন্তর্জাতিক ক্রিকেট ১২ নম্বরে ব্যাট করার ঘটনা কয়টি?
একেবারে কিন্তু কম নয় সংখ্যাাটা—১০ বার। তবে সব কটি ঘটনাই সাম্প্রতিক অতীতের। ক্রিকেটে কারও ১২ নম্বরে ব্রাটিং করতে নামার ঘটনাই তো একসময় কল্পনা করা যায়নি।
ছয় বছর আগে ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম কাউকে ১২ নম্বরে ব্যাংটিং করতে দেখা গেছে।