
—ছবি সংগৃহিত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।
কার্যত প্রায় সব দেশের ওপর আরোপ করা এই শুল্ক বিশ্বব্যাপী অর্থনীতিতে বড় ধরণের প্রভাব ফেলতে পারে।
এই ঘোষণাকে অনেকে ট্রেড ওয়াব বা শুল্ক যুদ্ধের সূচনা হিসেবে দেখছেন। এটি বিশ্বব্যাপী অর্থনৈতিক, বাণিজ্যিক ও রাজনৈতিক ক্ষেত্রে গভীর প্রভাব ফেলতে পারে।
শুল্কের পটভূমি
ট্রাম্প প্রশাসনের দাবি, এই শুল্ক মার্কিন শিল্পকে রক্ষা করবে এবং বাণিজ্য ঘাটতি কমিয়ে দেশীয় কর্মসংস্থান বাড়াবে। শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের উৎপাদনশীলতা দ্রুত বাড়বে।
প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, ‘আমরা আর বিদেশি দেশগুলোর কাছে আমাদের বাজারকে জিম্মি হতে দেব না। এটি আমেরিকার জন্য একটি নতুন শুরু।’