
লোহাগাড়া (চট্টগ্রাম): উপজেলার চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্থানে রাজনৈতিক ও মানবিক সংগঠনের মানববন্ধন।—ছবি মুক্ত প্রভাত
চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়ক ৪ বা ৬ লেনে উন্নীত করার দাবিতে উক্ত মহাসড়কের লোহাগাড়া অংশ জুড়ে পৃথক পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
বৃহস্পতিবার বিকালে লোহাগাড়ার উপজেলার বিভিন্ন স্থানে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অংগসংগঠন,এলডিপি, সাতকানিয়া- লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন ও লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন। বিএনপির লোহাগাড়া উপজেলার আহবায়ক নাজমুল মোস্তফা আমিনের নেতৃত্বে উপজেলার চুনতিতে মানববন্ধন কর্মসৃচি পালিত হয়েছে।
তারা অভিলম্বে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবি জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামী আমিরাবাদ শাখার উদ্যোগে আমিরাবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। তারাও মহাসড়কটিকে ৬ লেনে উন্নীত করার দাবি জানান। এলডিপির লোহাগাড়ার উদ্যোগে উপজেলা সদরের বটতলীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
তারা মহাসড়কটিকে ৬ লেনে উন্নীত করার দাবি জানান। অন্যদিকে সাতকানিয়া- লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন ও লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনও মানববন্ধন কর্মসূচি পালন করে। সাতকানিয়া- লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন মহাসড়কটিকে ৪ লেনে ও লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন মানববন্ধন মহাসড়কটিকে ৬ লেনে উন্নীত করার দাবি জানান।
আগের দিন বুধবার বিকালে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি চার লেনে উন্নীত করার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার আধুনগর ও চুনতি ইউনিয়ন শাখার উদ্যেগে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন কর্মসূচিতে স্ব- স্ব এলাকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা- কর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার আমীর অধ্যাপক আছাদুল্লাহ ইসলামাবাদী ও চুনতির সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নী জেনারেল এডভোকেট ফরিদ উদ্দিন খান।
বক্তারা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক বাংলাদেশের এক নাম্বার জাতীয় মহাসড়কের অন্তর্ভুক্ত। কিন্তু এ মহাসড়ক দীর্ঘদিন ধরে অবহেলিত। চার বা ছয় লেনে উন্নীত না হওয়ার কারণে প্রতিনিয়ত ভয়াবহ দূর্ঘটনা ঘটে। তারা দ্রুত দেশের এ গুরুত্বপূর্ণ মহাসড়কটি চার বা ছয় লেনে উন্নীত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সরকারের নিকট জোর দাবি জানান।
এ দিকে বুধবার দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ার চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের চুনতির অন্যতম মৃত্যুকুপ সড়ক দূর্ঘটনা কবলিত এলাকা জাংগালিয়া পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক।পরিদর্শনকালে তিনি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেন এবং নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করেন।
এছাড়া ওই এলাকার সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ অন্যান্য বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানব, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান, লোহাগাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের ডেপুটি এর্টনী জেনারেল ফরিদ উদ্দীন খান, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আরিফুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে তিনি লোহাগাড়া উপজেলা সদরের মাশাবী রেষ্টুরেন্টে রাজনীতিবিদ ও উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন।
এ সময়ে উপস্থিত চট্টগ্রামের জে,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চুনতির এই জাংগালিয়া এলাকাসহ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে (আরকান সড়ক) ৬ লাইনে উন্নীতকরণে জরুরি পদক্ষেপ গ্রহনের জন্য আলোচনা হয়।
উপস্থিত ছিলেন- বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদসহ সংশ্লিষ্টরা।