
—ছবি মুক্ত প্রভাত
ঈশ্বরদী-ঢাকা রেলপথে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া কামারপাড়া গ্রামের পাশে উন্মুক্ত লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নছিমন ছিটকে পড়েছে রেলপথের পাশে।
অল্পের জন্য প্রাণে বাঁচে নছিমনের চালক। তবে তিনি দ্রুত পালিয়ে যান। এই ঘটনায় আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে ১৫ মিনিট দাঁড়িয়ে থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি উক্ত লেভেল ক্রসিং পার হবার সময় একটি খালি নছিমন ওই রাস্তা অতিক্রম করছিল। ট্রেন আসছে দেখে নছিমনের চালক লাফ দিয়ে প্রাণে বাঁচেন।
ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নছিমনটি দুমড়ে মুচড়ে ছিটকে রেলপথের পাশে চলে যায়। পরে ট্রেনের চালক গাড়ি থামিয়ে দেন। ১৫মিনিট ট্রেনটি ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল। এরা এই লেভেল ক্রসিংয়ে রেল গেট নির্মানের দাবি জানান।
পাশশ্ববর্তী উল্লাপাড়া স্টেশন মাষ্টার মোঃ মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি উক্ত রেলপথে কয়ড়া কামারপাড়া গ্রামের পাশে লেভেল ক্রসিং অতিক্রমকালে এ দুর্ঘটনা ঘটে।
এতে কেউ মারা যাননি। ট্রেনটি ১৫ মিনিট ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে উল্লাপাড়া স্টেশনে আসে এবং এখান থেকে ঢাকা অভিমুখে ছেড়ে যায়।