
-ছবি মুক্ত প্রভাত
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া গ্রামের তেলবাহী ট্যাংকলরীর সঙ্গে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ৩ জন আহত হয়।
নিহতরা হলেন, উল্লাপাড়া উপজেলার আলোকদিয়ার গ্রামের আব্দুল আজিজের ছেলে সিএনজি চালক শরিফুল ইসলাম (৩২) এবং ডুবডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আব্দুল মোমিন (৩৫)। আহতদেরকে সিরাজগঞ্জ এম মনসুর আলী হাসপাতালে পাঠানো হয়েছে। এরা সবাই সিএনজি’র যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌ বন্দর থেকে তেলবাহী একটি ট্যাংকলরী বগুড়ার দিকে যাচ্ছিল। লরীটি উল্লাপাড়ার পূর্ব দেলুয়া গ্রামের পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খরব পেয়ে হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় লোকজন ও উল্লাপাড়ার ফায়ার সার্ভিসের কর্মীরা পুলিশকে সহযোগিতা দেয়। নিহতদের মরদেহ হাটিকুমরুল হাইওয়ে থানায় আনা হয়েছে।