
—ছবি মুক্ত প্রভাত
পরিবারের সাথে ঈদ করা হলা না লোহাগাড়া- সাতকানিয়ার ৫ ব্যবসায়ীকে। নিহতদের মধ্যে ৪ জনের বাড়ি লোহাগাড়ায় ও একজনের বাড়ি সাতকানিয়ায় বলে জানা গেছে।
সোমবার ঈদের সকালে পরিবারের সাথে ঈদ করতে যাবার পথর চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হয়েছেন। দূর্ঘটনায় অন্তত: আরও ৯ জন আহত হয়েছে।
সোমবার পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল সোয়া ৮ টার দিকে উক্ত এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা। সড়ক দূর্ঘটনাটির কারণে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। চুনতি ফায়ার সার্ভিস ও চুনতি পুলিশ ফাঁড়ির টীম এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
নিহত হলেন- লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আধার মানিক এলাকার মো. আলমের পুত্র রিফাত হোসেন (১৯), একই এলাকার সোনা মিয়ার পুত্র আরফাত হোসেন (২১), পদুয়া ইউনিয়নের চকোরিয়া পাড়ার নুরুল ইসলামের পুত্র নাজিম উদ্দিন (২৫), লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি মৌলভী পাড়ার আমির হোসেনের পুত্র জিসান হোসেন (২২) ও সাতকানিয়া উপজেলার ডেলিপাড়া এলাকার মো. সাত্তারের পুত্র মো. সিদ্দিক (২০)। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। নিহতরা কক্সবাজারের টেকনাফ কোটবাজার এলাকার ব্যবসায়ী।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র জানান, সোমবার ঈদের দিন সকালে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাস সাথে লোহাগাড়াগামী টেকনাফ পরিবহনের একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় উভয় বাসের সম্মুখ ভাগ দুমড়ে- মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে ৫ জনের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আহত ৯ জনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে সাজ্জাদ হোসেন, আসিফ তালুকদার, সোহান তারিফ ও সাইফুল ইসলামের অবস্থা আশংকাজনক।
দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, সোমবার পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল সোয়া ৮ টার দিকে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে লোহাগাড়াগামী টেকনাফ পরিবহনের একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় ৫ জন নিহত হয় এবং অন্তত: ৯ জন আহত হয়। সংঘর্ষে উভয় বাসের সম্মুখভাগ দুমড়ে মুচড়ে যায়।
খবর পেয়ে দ্রুত দোহাজারী হাইওয়ে পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়। লাশ ও দূর্ঘটনা কবলিত বাস ২ টি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে আনা হয়েছে। দূর্ঘটনাটির ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।