
ভুটানে খেলবেন বাংলাদেশী ৭ নারী ফুটবলার
নানা জল্পনা কল্পনা শেষে ভুটানের লীগে খেলতে যাবে বাংলাদেশী সাত নারী ফুটবলার। এর আগের ভুটান থেকে ডাক এসেছিল সেদেশের লীগে খেলার জন্য। বাফুফে সে অনুমতি দেয়নি। কারণ সাফ খেলার জন্য ম্যানেজমেন্ট বাড়তি কোনো ঝুঁকি নিতে চাননি।
বাফুফে চেয়েছিল নারী ফুটবলার যেনো কোনোভাবে চোট না পায়। যার কারণে বাইরের দেশে খেলতে যাওয়ার অনুমতি দেয়নি। একারনে মাসুরা পারভীনের আবদার নাকচ করে দিয়েছিল বাফুফে। রীতিমতো সাফ জয় করে দেশে ফিরে আরেক ঘটনার জন্ম দিয়েছে নারী ফুটবলাররা।
ব্রিটিশ কোচের আওতায় কোনো অনুশীলন করবে না বলেও আন্দোলন করেছিলেন নারী ফুটবলাররা। এরই মধ্যে ভুটান থেকে প্রস্তাব আসে সে দেশের লীগে খেলার জন্য। যারা খেলবেন- মাসুরা পারভীন,গোলকিপার রুপন চাকমা, সাবিনা খাতুন, মাতসুমিয়া সুমাইয়া, ঋতুপর্না চাকমা, মনিকা চাকমা,সাগরিকা।
ভুটানের ট্রানন্সপোর্ট ইউনাইটেডে এবং পারো এফসিতে খেলবেন এই বাংলাদশী সাত নারী ফুটবলার। বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন- সবার কাগজপত্র ঠিকঠাক হয়ে গেছে। সবাই খেলতে যেতে পারবে।