
—ছবি সংগৃহিত
নদীভাঙনের কবলে পড়ে কারো কারো ঠিকানা বদলেছে। কারো বদলেছে জীবনযাত্রা। আবার কেউ সব হারিয়ে সেই নদীর তীরকে আকড়ে ধরে বাস করছেন। এই নদী ভাঙনের সাথে এসব মানুষের পরিচয়টা বহু পুড়নো।
নদীভাঙনে ঘরবাড়ি হারানো এসব মানুষগুলোর অনেকে বাপ-দাদার ভিটা ছেড়ে দুরে চলে গেছেন। কেউ নদীপারের কাছাকাছি কোথাও নতুন করে আবস গড়েছেন।
প্রতি বছরই নদীভাঙে আর ভাঙনের কবলে পরে সব হারানো বিপন্ন মানুষ আবার নতুন কোনো ঠিকানা খোঁজেন। অন্য কোথাও গিয়ে ঘরবাড়ি বানানোর সামর্থ্য যাদের নেই, তারা ঝুঁকি নিয়ে ভাঙনের কাছেই নতুন করে মাথা গোঁজার চেষ্টা করেন।
মৌলভীবাজারের রজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কুশিয়ারা নদীপারের কামালপুর, ছিক্কা, আমনপুরসহ নদীপারের গ্রামের মানুষ অনেক বছর ধরেই এমন ভাঙনের মোকাবিলা করে টিকে আছেন।
নদীপারের কালারবাজার-নলুয়ারমুখ বাজারটিও এই ভাঙনের কবলে আছে অনেক বছর ধরে। বাজারের অনেক দোকান পাট এরই মধ্যে নদীতে তলিয়ে গেছে।