
—ছবি সংগৃহিত
বাবর আজম দারুণ খেলছিলেন। ৮২ বলে ৭৮ রান নিয়ে ব্যাটিং করছিলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। নিউজিল্যান্ডের ৩৪৪ রান তাড়া করতে জিততে পাকিস্তানের দরকার তখন ৬৯ বলে ৯৬ রান।
হাতে ৭ উইকেট। অন্য প্রান্তে ছিলেন ৩৩ বলে ৪৪ রান করা সালমান আগা।
জয়ের জন্য রান তাড়ায় সঠিক পথেই ছিল পাকিস্তান। এমন সময়ে উইল ও’রুর্কের বলে পুল করে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ড্যারিল মিচেলের হাতে ক্যচ দেন বাবর আজম।
এই উইকেটের পর আশ্চর্য এক পতন শুরু হয় পাকিস্তানের। ৩ উইকেটে ২৪৯ রান থেকে পাকিস্তান শেষ ২২ রান তুলতে হারিয়েছে ৭ উইকেট। ব্যাটিং অর্ডারের শেষ ৬ জন মিলে করেছেন মাত্র ৩ রান।
পাকিস্তান গুটিয়ে গেছে ২৭১ রানে। তাতে নেপিয়ারে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারতে হয়েছে ৭৩ রানের বড় ব্যবধানে।