
পাবনার সাঁথিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ লক্ষ্যে বুধবার দুপুরে ক্ষেতুপাড়ায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ক্ষেতুপাড়া ইউনিয়ন বিএনপি।
সাবেক চেয়ারম্যান আবুল কাশেম কাসুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন খায়রুন নাহার খানম মিরু। আরও বক্তব্য দেন আব্দুর রউফ, আশরাফ আলী, রইজ উদ্দিন, আব্দুল হাকিম, মোজাফ্ফর হোসেনসহ যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল, শ্রমিকদলের নেতৃবৃন্দ। শেষে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করো দোয়া করা হয়। পরে দুস্থদের মাঝে তরারক বিতরণ করা হয়।