
সুন্দরবনে তীব্র আগুন; ড্রোন ও ট্রাকিং ব্যবহার আগুন নিয়ন্ত্রণের চেষ্টা
সুন্দরবনের প্রায় আধা কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। সুন্দরবনের তেইশের ছিলার শাপলার বিল এলাকার আগুন এসব এলাকা জুড়ে ছড়িয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। গত রোববার থেকে বাগেরহাট ও খুলনা থেকে মোট ৬ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।
খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালকের মতিয়ার রহমান জানান, কলমতেজী এলাকার আগুনের তুলনায় বর্তমানে ছড়িয়ে পড়া আগুন আরও তীব্র। বর্তমানে এখন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট পানি ছিটানোর কাজ শুরু করেছে।
ড্রোন ও ট্রাকিং ব্যবহার করে আগুনের প্রথম উৎসব শনাক্ত কর হয়েছে। বনের মধ্যে বাতাস থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। । তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমান আন্দাজ করা যাচ্ছে না।