ফেসবুক ইউটিউব প্লাটফর্মে তার মিলিয়ন মিলিয়ন ভিউ। মাটির গান, বিচ্ছেদ আর নিজের মৌলিক গানে এই তরুণ গায়িকা হৃদয় কেরেছেন কোটি স্রোতার। কোটির স্রোতার প্রাণে জায়গা পাওয়া এই শিল্পির নাম মোনালিসা মুন।
টেলিভিশন শো’র পাশাপাশি মাটির গানে নিয়মিত মঞ্চ মাতাচ্ছেন নতুন প্রজন্মের গায়িকা উত্তরজনপদের হালের জনপ্রিয় সঙ্গিত শিল্পী মোনালিসা রহমান মুন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নজর দিলেই মাটির গান পরিবেশন করতেই তাকে বেশি দেখা যায়। ।
মোনালিসা রহমান মুন জানান, দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় প্রতিদিনই তিনি স্টেজ শো করছেন। মঞ্চে বাউল, আধুনিকসহ সব ধরনের গান করেন। তবে শ্রোতাদের পছন্দ অনুযায়ী ফোক গানই বেশি গাইতে হয়।
যেভাবে গানের জগতে আসা জানালেন মুন, মায়ের ইচ্ছা থেকেই পঞ্চম শ্রেণিতে পড়া অবস্থায় ক্লোজআপ তারকা সুলতানা ইয়াসমিন লায়লার মাধ্যমে তার সংগীতে হাতেখড়ি। এরপর থেকে নিয়মিত বিদ্যালয়ের অনুষ্ঠানের পাশাপাশি স্টেজ শো শুরু হয়।
মোনালিসা রহমান মুন জানান, টেলিভিশন শোর পাশাপাশি তিনি এখন দেশের বিভিন্ন অঞ্চলে স্টেজ শো করছেন। তাছাড়া গত মাসে তার দ্বিতীয় মৌলিক গান তোর ছোঁয়া পেলে মন প্রকাশ পায়। এছাড়া চলতি মাসেই দর্শকপ্রিয় গীতিকার সোহাগ ওয়াজিউল্লাহর লেখা ও রেমো বিপ্লবের সুরে কেমন করে কাঁদি গানটি প্রকাশ পেয়েছে। প্রকাশ পেতে যাচ্ছে মন টা নিয়ে করলে গো খেলা, তুমি আমারে বুঝলে না, আমার বুকের ব্যথায় যদি রে, আমি বুঝিতে পারিনা বন্ধু তোমার প্রেমের রীতি।
গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, গানের মাধ্যমেই তিনি মানুষের মাঝে বাঁচতে চান। তাছাড়া গানের বড় একাডেমি করার ইচ্ছাও আছে তার।
—ছবি লেখকের
বড়াইগ্রামের বনপাড়ার কালিকাপুর গ্রামের মিজানুর রহামন ও কৌহিনুর রহমান দম্পতির বড় মেয়ে মোনালিসা মুন। ২০১১ সালের দিকে লালন একাডেমিতে সঙ্গিত চর্চায় ভর্তি হন। এরপর ওই বছরেই তিনি চ্যানেল আই ক্ষুদে গানরাজে অংশ নেন। ২০১৭ সালে স্থানীয় পাটোয়ারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ায় গানে কিছুটা ভাটা পরে।
গানের অদম্য সফলতায় তিনি টেলিভিশন শোতে গান করেন। বাংলাদেশের জনপ্রিয় নায়ক সালমান শাহের জন্মদিন উপলক্ষ্যে মাছরাঙ্গা টেলিভিশনে আয়োজিত একক সঙ্গীতানুষ্ঠান রাঙ্গা সকালে গান পরিবেশন করেন। এরপর বাংলা টেলিভিশনে শেকড়ের গান নামের শো করেন।
বর্তমানে তিনি গ্লোবাল ও এশিয়ান টেলিভিশনে নিয়মিত গান পরিবেশন করছেন।
তরুণ এই গায়িকা ২০২৩ সাল থেকে অন্তর মাল্টিমিডিয়ায় কাজ করছেন। অন্তর মাল্টিমিডিয়ার ইউটিউব প্লাটফর্মে ‘কানারে পথ দেখাইও না এই গানটি ইউটিউব প্লাটফর্মে ২.৫ মিলিয়ন ভিউ অর্জন করেছে। একই সাথে বিশ্বাস করে ভুল করেছি গানটির ভিউ ২ মিলিয়ন, মন ভাঙা এক মানুষ গানটির ৮ মিলিয়ন ভিউ হয়েছে।
এছাড়া তার নিজস্ব ফেসবুক পেজ নতুন গান ‘কেবা পাইয়া কে হয় সুখি’ গানটি ২ লাখ ভিউ অতিক্রম করেছে। বেতিক্রম কাজ বিধি ভাইঙ্গা দিলা জোরা ফেসবুক রিলস এ ‘তুমি আমায় চাও বেশ সারা ফেলেছে’।