
—ছবি সংগৃহিত
ক্রিকেটে ২০০৭ সাল থেকে শুরু হয়েছে দুটি বিশ্বকাপ। ওয়ানডে এবং টি-টোয়েন্টি। আগামী বছর ফেব্রুয়াররি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে সেপ্টেম্বরে ভারতের হওয়ার কথা এশিয়া কাপ ক্রিকেট।
বিশ্বকাপ ক্রিকেট যেহেতু টি-টোয়েন্টি সংস্করণের, এশিয়া কাপও হবে টি-টোয়েন্টি। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড তো দুই দেশের মধ্যে আসন্ন দুটি সিরিজ থেকেও ওয়ানডে পুরোপুরি ছেঁটে ফেলেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী মে মাসে পাকিস্তান এবং জুলাই মাসে বাংলাদেশে হতে যাওয়া দুটি সিরিজের ৮টি ম্যািই হবে টি-টোয়েন্টি সংস্করণে।