
—ছবি সংগৃহিত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের পুনর্ববাসনের কোনো ধরণের পরিকল্পনা হলে তা কঠোর হাতে দমন করা হবে।
তিনি বলেন, শুধু আওয়ামী লীগ নয়, ফ্যাসিজমের যত দোসর ও সুবিধাভোগী রয়েছে, তাদেরও বিচারের আওতা আনতে হবে। বাংলাদেশে কখনো আরেকটি এক-এগারো হতে দেওয়া হবে না।
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর বকশীবাজারে কারা কনভেনশন সেন্টারে জুলাই বিপ্লবের শহীদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিলে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
জুলাই গণ-অভ্যুত্থানে কেবল আওয়ামী লীগকেই বিদায় করা হয়নি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘৩ আগস্ট শহীদ মিনারে আমরা বলেছিলাম, আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদী ১৫ বছরের যাত্রা শুরু হয়েছিল সেই এক-এগারোর বন্দোবস্ত থেকে। সেই এক-এগারো বন্দোবস্তের ফলশ্রুতিতেই কিন্তু আওয়ামী লীগ ও শেখ হাসিনা ক্ষমতায় পেয়েছিল। আরেকটি এক-এগারো আমরা কখনো বাংলাদেশে হতে দেব না। জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে আমরা বলেছিলাম, ছাত্র-জনতার সমর্থিত সরকারেই অন্তর্বর্তী সরকার হিসেবে ঘোষণা করতে হবে।’
কোনো ধরনের বিরাজনীকরণ এবং সামরিকীকরণের চেষ্টা মেনে নেওয়া হবে না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশে আমরা বিভিন্ন সময় দেখেছি, রাজনৈতিক শূণ্যতা থেকে সামরিক হস্তক্ষেপ হয়েছে। এর ফলাফল কখনোই গণতন্ত্রের জন্য ভালো হয়নি। তাই আমরা মনে করি, একটি গণ-অভ্যুত্থান হয়েছে, খোনে জনগণ জেগে উঠেছে। জনগণ নিজের সিদ্ধান্ত, নিজের মালিকানা নিজে বুঝে নিতে চায়। জনগণের সেই মালিকানা, সেই অধিকার তাদের ফিরিয়ে দিতে হবে।’