
—ছবি মুক্ত প্রভাত
বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল আলম মামুন বলেছেন, কাজ একটি, লক্ষ্য একটি, কথা একটি দেশকে পুনর্গঠন করতে হবে।
দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এটিই হোক আমাদের প্রতিজ্ঞা ও শপথ। যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা বিগত ১৭টি বছর আন্দোলন করেছি, সেই স্বৈরাচার আজ পলাতক।
তারা বিভিন্নভাবে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। আবার দেশকে তাদের দখলে নিতে চায়। তাদের এই লক্ষ্য আমরা হাসিল করতে দিতে পারি না। তাই যেকোনো মূল্যে দেশের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে হবে।
শুক্রবার বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি উইনিয়নের পাঁচথুপি কালিরবাড়ি ভিটা এলাকায় ৮ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চৌকিবাড়ি ইউনিয়নের ৮ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাফ্ফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল, সাংগঠনিক সম্পাদক মুনজিল হোসেন, চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম দুলাল, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সহসভাপতি বেলাল হোসেন, বাবলু সেখ, সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান তালুকদার মিলটন, বিএনপি নেতা আব্দুল আলিম মিঠু, আব্দুল মান্নান, গোলাম মোস্তফা, যুবদল নেতা মোহাম্মদ আলী জন, আব্দুল হান্নান, বিপুল হাসান, তারেকুল ইসলাম, বাচ্চু, শাহীন খান, ফজলুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা রজিব উদ্দিন, ছাত্রদল নেতা, সাইদুজ্জামান নোমান, জিন্নাহুর রহমার রাকিব, জাকারিয়া হোসেন, লিমন, সাগর হিটলার, বাধন মুন ও আশিক।