
—ছবি মুক্ত প্রভাত
সিমেন্ট বোঝাই একটি ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস খাদে পড়ে এক সেনা সদস্যে নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে বনপাড়া-হাটিকমরুল মহাসড়কের গুরুদাসপুর অংশের ১০ নম্বর ব্রিজের কাছে ওই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন বাসের ছয় যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহত ওই সেনা সদস্যের নাম আমুন (২৬)। তিনি নাটোর সদর উপজেলার বড়বাড়িয়া লক্ষ্মীপুর গ্রামের ওছিম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও বনপাড়া হাইওয়ে থানা জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আরপি স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী ১০ নম্বর ব্রীজ এলাকায় পৌঁছলে ঢাকামুখী শাহ সিমেন্ট বোঝাই একটি ট্রাক পিছন থেকে বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়লেও সটকে পড়ে সিমেন্টবাহী ট্রাক। বাসের যাত্রী সেনা সদস্য আল মামুন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত ৬ যাত্রী।
বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে সন্ধ্যার আগে লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে লাশটি হস্তান্তরের ব্যবস্থা করছেন তারা।