
—ছবি সংগৃহিত
আগের দুই টি-টোয়েন্টিতেই আউট হয়েছিলেন ৯শূণ্য রানে। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই অমন বাজে শুরু করা হাসান নেওয়াজ আজ পুরোপুরি ভিন্ন খেলোয়াড়। যেমনটা ভিন্ন প্রথম দুই ম্যাচে হেরে যাওয়া পাকিস্তান দলও।
অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ২০৪ রান তাড়ায় পাকিস্তান জিতেছে ২৪ বল আর ৯ উইকেট হাতে রেখেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই শতাধিক রান তাড়ায় ১৬ ওভারের মধ্যে ম্যাচ জয়ের ঘটনা এটিই প্রথম।
এই সিরিজেই অভিষেক হওয়া নেওয়াজ খেলেছেন ৪৫ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস। যে সেঞ্চুরির পথে ভেঙেছেন পাকিস্তানের হয়ে বাবর আজমের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড করেছে ২০৪ রান। এতো রান করেও ২০ ওভার পর্যন্ত নিতে পারেনি পাকিস্তানকে। পাহাড়সম রান লক্ষ্য দিয়েও হারতে হয়েছে কিউইদের।