
—ছবি সংগৃহিত
টানা ১২ ম্যাচ। দিনের হিসেবে ৪৮৯ দিন পর একটি জয় পেয়েছে ভারত। গতকাল মালদ্বীপকে হারিয়েছে ভারত। এই ম্যাচে তাদের ব্যবধানটাও ছিল ৩–০। মূলত প্রতিপক্ষ বাংলাদেশকে মোকাবিলা করতেই ভারতের এই প্রস্তুতি ম্যাচ।
আগামী ২৫ মার্চ অন্য রকম এক আবহে এশিয়ান কাপ বাছাইয়ের খেলায় মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ–ভারত ম্যাচ। ভারতের কোচ বাংলাদেশ নিয়ে ভাবনার কথা জানিয়েছেন। কোচ মার্কেজ বলেন, আমার মনে হয় ম্যাচটি সহজ হবে না। দুই দলের জন্যেই ম্যাচটি কঠিন হবে।
ম্যাচটি যে কারণে কঠিন হতে চলেছে তা হলো, ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়ার হামজা চৌধুরী খেলবেন বাংলাদেশের হয়ে। আর এ কারণেই অবসরে যাওয়া সুনীল চেত্রীকে আবারো দলে ফিরিয়েছে ভারত।