
—ছবি সংগৃহিত
ইসরায়েলের হামলার জবাবে গাজা থেকে তেল আবিবে রকেট হালা চালিয়েছে স্বাধীনতাকাী সংগঠন হামাস।
দুই মাস ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের নতুন আক্রমণের প্রতি এটিই প্রথম জবাব।
হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এই হামলায় হামানস এম ৯০ রকেট ছুড়েছে।
এতে ইসরায়েলের প্রধান বিমানঘাটি ক্ষতিগ্রস্ত হয়েছে।