
—ছবি মুক্ত প্রভাত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মন্দিরের লক্ষ্মী মূর্তির মাথা কেটে নিয়ে গেছে দুস্কৃতকারীরা। বুধবার গভীর রাতে উপজেলার দূর্গানগর ইউনিয়নের বড় মনোহারা গ্রামের স্বপন রায়ের বাড়ির মন্দিরে এ ঘটনা ঘটে।
লক্ষ্মী মন্দিরটি অনেক প্রাচীন। স্বপন রায় সেবাইত হিসাবে এই মন্দিরটিতে পূজা অর্চনা করে আসছেন। বৃহস্পতিবার উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মাদ হাসনাত, উল্লাপাড়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর, উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান এবং উল্লাপাড়া ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্বপন রায় জানান, গভীর রাতে তার ঘর থেকে তিনি লক্ষ্মী মন্দিরে একটা আওয়াজ শুনতে পান। দ্রুত ঘর থেকে বের হয়ে মন্দির চত্বরে এলে এক ব্যক্তিকে দৌড়ে পালাতে দেখেন। পরে মন্দিরে প্রবেশ করে দেখতে পান লক্ষ্মী মূর্তির মাথাটি কেটে নিয়ে যাওয়া হয়েছে। তিনি রাতেই প্রতিবেশীদেরকে বিষয়টি অবহিত করেন। যে লোকটি রাতের অন্ধকারে দৌড়ে পালিয়েছে তাকে চিনতে পারেননি তিনি।
মন্দিরের সভাপতি বিপুল সরকার জানান, এই ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতংক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তিনি বাদী হয়ে এ ব্যাপারে থানায় একটি মামলা দেবেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, এখন পর্যন্ত মন্দির থেকে থানায় মামলা দেওয়া হয়নি। তবে পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মাদ হাসনাত জানান, পুলিশ কর্মকর্তা ও সেনাবাহিনীর সদস্যদের নিয়ে তিনি মন্দিরটি পরিদর্শন করেছেন। ইতোমধ্যেই প্রতিমার মাথা কেটে নেওয়ার ঘটনা তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।