
—ছবি মুক্ত প্রভাত
রংপুরের বদরগঞ্জ উপজেলায় তীব্র যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রধান সড়কগুলোতে যানজট লেগেই থাকে, বিশেষ করে বাজার ও বাসস্ট্যান্ড এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে রাস্তার পাশে গাড়ি পার্কিং, অপ্রশস্ত রাস্তা এবং হাটবাজারে যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে জ্যামের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ঈদকে সামনে রেখে বাজার এলাকায় মানুষের চাপ বেড়ে যাওয়ায় যানজট আরও তীব্র হয়েছে।
একজন স্থানীয় বাসিন্দা জানান, "আগে ১০ মিনিটের পথ এখন ৩০-৪০ মিনিট লেগে যাচ্ছে। জরুরি প্রয়োজনে বের হলেই বিপদে পড়তে হয়।"
এদিকে, চালকরাও জ্যামের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন। একজন রিকশাচালক বলেন, "সারাদিন জ্যামের মধ্যে থাকি, ঠিকমতো রোজগারই করতে পারছি না।"
বদরগঞ্জ পৌরসভার এক কর্মকর্তা জানান, "আমরা যানজট কমানোর জন্য ট্রাফিক ব্যবস্থা জোরদার করার চেষ্টা করছি। তবে জনগণের সচেতনতা ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ না থাকলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।"
এক ব্যবসায়ী বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে বদরগঞ্জের যানজট পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।