
ইবিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপিপন্থী শিক্ষক সংগঠন সাদা দল। এ উপলক্ষে মঙ্গলবার (৩০ মে) বেলা ১১টার দিকে প্রশাসন ভবন চত্বর থেকে শোক র্যালি বের করে সংগঠনটি। জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারী ফোরামের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।
র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, সদস্য সচিব অধ্যাপক ড. শরফরাজ নওয়াজ ও যুগ্ম আহবায়ক অধ্যাপক মো. সেলিম উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি আব্দুল মঈদ বাবুল, সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম, জাতীয়তাবাদী কর্মচারী ফোরামের সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বাদলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, আমরা শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। তার আদর্শ ও রাষ্ট্র পরিচালনার দক্ষতা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনপ্রিয় একজন নেত্রী, যাকে অন্যায় ভাবে জেল, জুলুম, মিথ্যা মামলা দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমরা অনতিবিলম্বে তার মুক্তির দাবি করছি।
প্রয়োজনে রাজপথে আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাকে মুক্ত করব। একইসঙ্গে আমাদের জাতীয়তাবাদী শক্তির আন্দোলনের নিউক্লিয়াস হিসেবে ভূমিকা পালন করেছেন যিনি, সেই তারেক রহমানকে অনতিবিলম্বে বীরের বেশে বাংলাদেশে আনার ব্যবস্থা করব।